সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

World Cup: বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারত

World Cup: বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারত
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Hockey-India.jpg
হকি ইন্ডিয়া আসন্ন বিশ্বকাপের (World Cup) জন্য পুরুষ ও মহিলা দল ঘোষণা করেছে। ২৪ থেকে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে হকি ফাইভস মহিলা বিশ্বকাপ এবং ২৮ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পুরুষদের বিশ্বকাপ। ডিফেন্ডার মহিমা চৌধুরী তার ডেপুটি এবং মনদীপ মোর অভিজ্ঞ গোলরক্ষক রজনীকে সহায়তা করার জন্য তার সহকারী হিসাবে দায়িত্ব পালন করবেন। মহিলা দলের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে থাকবেন বানসারি সোলাঙ্কি, ডিফেন্ডার হিসেবে থাকবেন অক্ষতা আবাসো ঢেকালে ও জ্যোতি ছত্রী। মিডফিল্ডাররা হলেন মারিয়ানা কুজুর ও মুমতাজ খান এবং ফরোয়ার্ড হিসেবে থাকছেন আজমিনা কুজুর, রুতাজা দাদাসো পিসাল ও দীপিকা সোরেং। নামিবিয়া, পোল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সি’ গ্রুপে রয়েছে ভারতীয় নারীরা। ‘এ’ গ্রুপে […]


আরও পড়ুন World Cup: বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারত

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম