Transfer Buzz: এবার কি হায়দরাবাদের পথে ভিপি সুহের? তুঙ্গে জল্পনা
Transfer Buzz: এবার কি হায়দরাবাদের পথে ভিপি সুহের? তুঙ্গে জল্পনা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/VP-Suhair.jpg
Transfer Buzz: নতুন ফুটবল মরশুমের শুরুটাই যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে ধরে রাখা সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের (East Bengal ) পক্ষে। জামশেদপুর এফসি বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই আইএসএল অভিযান শুরু করেছিল দল। পরবর্তীতে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিপক্ষে আসে জয়। কিন্তু তা ধরে রাখা সম্ভব হয়নি কলকাতা ময়দানের এই প্রধানের পক্ষে। এক নাগাড়ে হারের হ্যাটট্রিক করতে হয়েছে মশার ব্রিগেডকে। যা নিয়ে হতাশ ছিল দলের সমর্থকরা। পরবর্তীতে আরো একবার জয় আসলেও টুর্নামেন্টে একাধিক শক্তিশালী দলের মুখোমুখি হতেই ফের চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। তবে এক্ষেত্রে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই বদলে দেয় তাদের ভাগ্য। তবে এবারের এই নতুন বছরে নিজেদের পুরনো ছন্দ ফেরাতে মরিয়া […]
আরও পড়ুন Transfer Buzz: এবার কি হায়দরাবাদের পথে ভিপি সুহের? তুঙ্গে জল্পনা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম