সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

TMC: বছর শুরুতে তৃণমূলের বিভেদ তীব্র, উড়ে গেল মমতার 'অঙ্গীকার' বার্তা

TMC: বছর শুরুতে তৃণমূলের বিভেদ তীব্র, উড়ে গেল মমতার 'অঙ্গীকার' বার্তা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/kunal-ghosh.jpg
প্রবীণ-নবীনকে একসঙ্গে চলার বার্তা দিয়ে বছর শেষ করেছিলেন তৃণমূলনেত্রী। বছরের শুরুতেই তৃণমূলে(TMC) নতুন-পুরনোর টানাপোড়েন। ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর আজই দলের প্রবীণ-নবীনদের মধ্যে প্রকাশ্য-তরজা। একদিকে সুব্রত বক্সি, অন্যদিকে কুণাল ঘোষ। দলের অন্দরেই বলা হয়, একজন প্রবীণ তৃণমূলের মুখ, অন্যজন নবীনের। প্রথমজন দলের রাজ্য সভাপতি, দ্বিতীয়জন মুখপাত্র। সোমবার দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সুব্রত বক্সি বলেন, “বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবেন।” এদিকে বক্সির এই মন্তব্যের পরই কুণাল ঘোষের নিশানায় দলের রাজ্য সভাপতি। […]


আরও পড়ুন TMC: বছর শুরুতে তৃণমূলের বিভেদ তীব্র, উড়ে গেল মমতার 'অঙ্গীকার' বার্তা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম