মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

TMC: কাজল শেখ থাকলেও বীরভূমে অনুব্রতর অভাব টের পাচ্ছেন মমতা

TMC: কাজল শেখ থাকলেও বীরভূমে অনুব্রতর অভাব টের পাচ্ছেন মমতা
https://kolkata24x7.in/wp-content/uploads/2022/08/mamata_anubrata.jpg
লোকসভা ভোটে যে কেন্দ্র নজরে আছে শাসক-বিরোধী উভয়েরই, তার মধ্যে অন্যতম বীরভূম জেলার দুই লোকসভা ৷ বোলপুর ও বীরভূম- এই দুই লোকসভা কেন্দ্রই জিতে আসছে তৃণমূল কংগ্রেস (TMC)। ২০১৪ ও ২০১৯ সালে জিতে নেয় শাসকদল। ২০২১ এর বিধানসভা ভোটেও দারুণ ফল করে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘ সময় এই জেলার দায়িত্ব সামলে এসেছেন অনুব্রত মণ্ডল। অনুব্রতবিহীন জেলায় কোর কমিটি গঠন বা নিজে দেখভাল করলেও মাঝেমধ্যেই সংগঠন নিয়ে সমস্যায় পড়তে হয় শাসক দলকে ৷ এমন অবস্থায় অমিত শাহের মত নেতা গিয়ে সভা করেছেন এই জেলায়। ৩৫ লোকসভা আসনের টার্গেট বেঁধে দিয়েছেন এই জেলার মাটিতে দাঁড়িয়েই। তাই এই জেলার দিকে বাড়তি নজর […]


আরও পড়ুন TMC: কাজল শেখ থাকলেও বীরভূমে অনুব্রতর অভাব টের পাচ্ছেন মমতা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম