সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

State Revenue: রাজ্যে রাজ্যে রাজস্ব আয় ঘিরে হতাশা

State Revenue: রাজ্যে রাজ্যে রাজস্ব আয় ঘিরে হতাশা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/State-Revenue-Grows-5-Percent-Till-November-Falls-Short-of-17.4-Percent-Budgeted-for-FY24.jpg
রাজ্যগুলির রাজস্ব (State Revenue) আয় বৃদ্ধির হারকে ১৭.৪ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ আদৌ হবে তো ? কারণ তেমন আশংকা দেখা দিয়েছে বলে ইঙ্গিত দিয়েছে উপদেষ্টা সংস্থার সমীক্ষায়। ইক্রা রেটিংসের রিপোর্ট জানাচ্ছে, চলতি অর্থবর্ষের প্রথম আট মাসে (এপ্রিল-নভেম্বর) দেশের ১৬টি বড় রাজ্যের আয় বৃদ্ধির হয়েছে মাত্র ৫% হারে। যেখানে বাজেটে ১৭.৪ শতাংশ হারে রাজস্ব আদায় বাড়বে বলে আশা করা হয়েছিল ৷ অন্যদিকে গত অর্থবর্ষে রাজ্যগুলিকে লক্ষ্যের ৩৭ শতাংশের বেশি ঋণ নিতে হয়েছে। বর্তমানে যা পরিস্থিতি, তাতে চলতি বছরেও ধার শোধ করতে এবং কর্মীদের বেতন-পেনশন দিতে বাজার থেকে তাদের বড় অঙ্কের ধার করতে হতে পারে। প্রসঙ্গত, […]


আরও পড়ুন State Revenue: রাজ্যে রাজ্যে রাজস্ব আয় ঘিরে হতাশা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম