Ratan Kahar: পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন বড়লোকের বিটি লো’র জনক
Ratan Kahar: পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন বড়লোকের বিটি লো’র জনক
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Ratan-Kahar.jpg
বাংলায় পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা বেশ লম্বা। এবছর পদ্মশ্রী যাঁরা পাচ্ছেন তাঁদের মধ্যে রয়েছেন ‘বড়লোকের বিটি লো খ্যাত’ লোকশিল্পী রতন কাহারও (Ratan Kahar)। ভাদুগান গেয়েই গানের দুনিয়ায় পথচলা শুরু করেছিলেন বীরভূমের সিউড়ির এই শিল্পী । ভাদুগানের পাশাপাশি টুসু, ঝুমুর এবং আলকাব গানে সিদ্ধহস্থ রতন কাহার এখনও পর্যন্ত প্রায় ২৫০ গান লিখেছেন। তাঁর লেখা অন্যতম জনপ্রিয় গান ‘বড়লোকের বেটি লো’। ১৯৭২ সালে তাঁর গান প্রথম রেকর্ড হয় রেডিয়োতে। সেই সময় পারিশ্রমিক হিসেবে পিয়েছিলেন ৭৭ টাকা ১৫ পয়সা। বড়লোকের বেটি লো গানটি প্রথম রেকর্ড করেন শিল্পী স্বপ্না চক্রবর্তী। তারপর বলিউডের ‘গেন্দা ফুল’ খ্যাত গায়ক, র্যাপার বাদশা ‘বড়লোকের বিটি লো’ গানটি রতন কাহারের […]
আরও পড়ুন Ratan Kahar: পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন বড়লোকের বিটি লো’র জনক
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম