Ram Lalla Darshan Paused: প্রথমদিনই অতিরিক্ত ভিড়ে সাময়িকভাবে বন্ধ রাম মন্দিরের দরজা!
Ram Lalla Darshan Paused: প্রথমদিনই অতিরিক্ত ভিড়ে সাময়িকভাবে বন্ধ রাম মন্দিরের দরজা!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Ram-Mandir-8.jpg
অযোধ্যা রাম মন্দিরে ভগবান রাম লালাকে দেখতে আসা ভক্তদের সারি ভাঙার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ভিড়ের মধ্যেই হাতাহাতির মতো পরিস্থিতি হয়ে যায় মঙ্গলবার। এমন পরিস্থিতিতে অযোধ্যার দিকে যাওয়া ভক্তদের কিছুক্ষণ থাকতে অনুরোধ করেছে বারাবাঙ্কি পুলিশ। মন্দিরে ভক্তদের ভিড়ের কথা উল্লেখ করে পুলিশ তাদের কিছুক্ষণ অপেক্ষা করে চলে যেতে বলেছে। এই ভিড়ের পরিপ্রেক্ষিতে, পুলিশ অনেক জায়গায় রুট ডাইভারশনও। সাময়িকভাবে বন্ধ করা হয়েছে রাম মন্দির। ফের দুপুর ২টোয় মন্দিরের দরজা খোলা হবে বলে জানা যাচ্ছে। উল্ল্যেখ্য, সোমবারই রাম মন্দিরের রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এরপর মঙ্গলবার সকাল ৮টা থেকে পূজা শেষে সাধারণ ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। যেহেতু […]
আরও পড়ুন Ram Lalla Darshan Paused: প্রথমদিনই অতিরিক্ত ভিড়ে সাময়িকভাবে বন্ধ রাম মন্দিরের দরজা!
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম