Purba Medinipur: মহকুমা শাসকের গাড়ি আটকেই চাঁদাবাজি, ঘাড় ধরে থানায় সোপর্দ
Purba Medinipur: মহকুমা শাসকের গাড়ি আটকেই চাঁদাবাজি, ঘাড় ধরে থানায় সোপর্দ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Contai_SDO.jpg
মেরিন ড্রাইভে চাঁদার জুলুমের অতিষ্ট পর্ষটকেরা। শনিবার দুপুরে তাজপুরে দুই চাঁদা আদায়কারী যুবককে হাতেনাতে পাকাড়াও করলেন পূর্ব মেদিনীপুর জেলার (Purba Medinipur) কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য। চাঁদা কাটার বই সহ অভিযুক্তদের মান্দারমণি উপকুল থানার পুলিশের হাতে তুলে দেন মহকুমাশাসক। ধৃতরা রতন মাঝি ও শঙ্কর বোড়াই। দু’জনের বাড়ি মন্দারমণি উপকুল থানার জলাধা গ্রামে। মেরিন ড্রাইভে চাঁদা আদায়ের ঘটনা অতিষ্ঠ পর্যটকেরা। অনেকের যানবাহন আটকাতে হাতে লাঠি উঁচিয়ে ঘুরতে দেখা যায় একদল যুবককে। চাঁদা না দিলে নইলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তবে এদিন দুপুরে খোদ মহকুমা শাসকের নজরে মেরিন ড্রাইভের ওপর পরের পর গাড়ি আটকে আদায় করা হচ্ছে চাঁদা। শেষমেশ তাঁর দেহরক্ষীর হাতে […]
আরও পড়ুন Purba Medinipur: মহকুমা শাসকের গাড়ি আটকেই চাঁদাবাজি, ঘাড় ধরে থানায় সোপর্দ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম