মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

Manipur Violence: বিজেপি শাসিত মণিপুরে গোষ্ঠী সংঘর্ষে ফের একাধিক মৃত্যু

Manipur Violence: বিজেপি শাসিত মণিপুরে গোষ্ঠী সংঘর্ষে ফের একাধিক মৃত্যু
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/Manipur-central-force-milit.jpg
আবার রক্তাক্ত বিজেপি শাসিত (Manipur Violence) মণিপুর। জাতিগত সংঘর্ষে একাধিক গুলিবিদ্ধ ও জখম। প্রাথমিকভাবে  জানা যাচ্ছে দুজন নিহত। তবে বেসরকারি সূত্রে খবর আরও কয়েকজন নিহত। নতুন করে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষ চলছে। রাজ্যের ইম্ফল পশ্চিম এবং কাংপোকপি জেলার পেরিফেরি এলাকায় বন্দুক যুদ্ধের পর মণিপুরে ফের গরম। সোমবার দুপুর আড়াইটার দিকে কাংপোকপি এবং ইম্ফল পশ্চিমের সংলগ্ন এলাকা কাউতরুকে গুলি চালানো হয়। সশস্ত্র হামলাকাপীরা গ্রামের স্বেচ্ছাসেবকদের লক্ষ্য করে গুলি চালায়। সূত্রের খবর, এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত দুজনের নাম নংথোম্বাম মাইকেল (৩৩) এবং মেইসনাম খাবা (২৩)। মণিপুর পুলিশও নিশ্চিত করেছে যে ইম্ফল পশ্চিম এবং কাংপোকপি জেলার সংলগ্ন […]


আরও পড়ুন Manipur Violence: বিজেপি শাসিত মণিপুরে গোষ্ঠী সংঘর্ষে ফের একাধিক মৃত্যু

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম