Mamata Banerjee: স্বপ্নের মিষ্টি হাব নিঝুম পুরী, আজ বর্ধমানে ৩৬৫ কোটির কল্পতরু মমতা
Mamata Banerjee: স্বপ্নের মিষ্টি হাব নিঝুম পুরী, আজ বর্ধমানে ৩৬৫ কোটির কল্পতরু মমতা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Mamata-Banerjee-4.jpg
ঘোষণার পর ঝাঁচকচকে ভবনও হয়েছিল। তবে মিষ্টির গন্ধে ম ম করেনি। মুখ্যমন্ত্রী যতবার বর্ধমান শহরে এসেছেন ততবারই তাঁকে তাড়া করেছে মিষ্টি হাবের অচলাবস্থা। লোকসভা ভোটের আগে বুধবার থেকে রাজ্য সফরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সফরের প্রথম সূচিতে প্রথমেই পূর্ব বর্ধমান জেলার সদর বর্ধমান। এখান থেকেই কমপক্ষে ৩৬৫ কোটি টাকার বিপুল প্রকল্প ঘোষণা করবেন তিনি বলে জানা যাচ্ছে। জেলা তৃণমূল বলছে উন্নয়নের জোয়ার বইছে। আর বহু চর্চিত সেই মিষ্টি হাব নিঝুম পুরী! মিষ্টি ব্যবসা হয়ইনা। মমতার ঘোষণার পরেও চালুই হয়নি। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বর্ধমান শহরের বামচাঁদাইপুরের মিষ্টি হাব। এখানে গাঙ্গুরাম, বহরমপুরের ছানাপাড়া, সিউড়ির মোরাব্বা, চন্দননগরের জলভরা, কাটোয়ার […]
আরও পড়ুন Mamata Banerjee: স্বপ্নের মিষ্টি হাব নিঝুম পুরী, আজ বর্ধমানে ৩৬৫ কোটির কল্পতরু মমতা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম