Lord Ram's Story: এবার মাদ্রাসার সিলেবাসে রামায়ণ
Lord Ram's Story: এবার মাদ্রাসার সিলেবাসে রামায়ণ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Lord-Ram.jpg
রামায়ণ এবং রামের জীবনী (Lord Ram’s Story) পড়বে মাদ্রাসার পড়ুয়ারা। এমনই সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ড। হজরত মহম্মদের সঙ্গে রাম কথাও শেখানো হবে মাদ্রাসায়। উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাদাব জানান, আগামী মার্চ থেকে মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। মাদ্রাসার সিলেবাস রামায়ণ যুক্ত করা হয়েছে। উত্তরাখণ্ডে ১১৭টি মাদ্রাসা আছে। প্রথম দফায় দেরাদুন, হরিদ্বার, উধম সিং নগর এবং নৈনিতালের মাদ্রাসায় রামায়ণ পড়ানো শুরু হবে। পরে ধাপে ধাপে অন্য মাদ্রাসাগুলিতেও পড়ানো হবে রাম কথা। স্কুলের সিলেবাসে মোঘল সাম্রাজ্য থাকলেও গুরুত্ব পায়নি রামায়ণ। এবার মাদ্রাসার সিলেবাসে রামায়ণ।এ নিয়ে উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাদাব বলেন “রামচন্দ্র বাবার কথা রাখতে বনবাসে যান। তাঁর জীবনী পড়ানো হবে […]
আরও পড়ুন Lord Ram's Story: এবার মাদ্রাসার সিলেবাসে রামায়ণ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম