বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

Liquidity Crisis: নগদ সঙ্কটে ব্যাঙ্ক, বাড়তে পারে সুদ

Liquidity Crisis: নগদ সঙ্কটে ব্যাঙ্ক, বাড়তে পারে সুদ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Bank-Liquidity-Crisis-india.jpg
ঋণের চাহিদা বাড়ছে অথচ তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না দেশের ব্যাঙ্কগুলিতে নগদের জোগান। ফলে উদ্বেগ বাড়িয়ে নগদের সঙ্কট (Liquidity Crisis) দেখা দিয়েছে ব্যাঙ্কে ৷ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কেরই পরিসংখ্যানে সেই ছবি উঠে এসেছে। এখন ঋণ সরবরাহ বাড়াতে না পারলে ধাক্কা খাবে শিল্প বৃদ্ধি। প্রভাব পড়বে জিডিপি বৃদ্ধির হারে। যদিও কারও কারও মতে ব্যাঙ্কের এই নগদের সঙ্কট সাময়িক ৷ ঋণ দেওয়ার জন্য ব্যাঙ্কের হাতে পুঁজির জোগানে টান পড়েছে ৷ এদিকে সাধারণ মানুষদের আমানত টাকার উপর নির্ভর করতে হয় সেহেতু এই পরিস্থিতিতে সুদের হার বাড়িয়ে তহবিল টানার চেষ্টা করবে ব্যাঙ্কগুলি ৷ অর্থাৎ সেক্ষেত্রে ব্যাঙ্কে জমা টাকায় সুদের হার বৃদ্ধির আশা করা হচ্ছে। […]


আরও পড়ুন Liquidity Crisis: নগদ সঙ্কটে ব্যাঙ্ক, বাড়তে পারে সুদ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম