Khelo India: দীঘির জলে সাঁতার শিখে সোনা জিতলেন বাঙালি কোচের ছাত্রী
Khelo India: দীঘির জলে সাঁতার শিখে সোনা জিতলেন বাঙালি কোচের ছাত্রী
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Assams-Pahi-Borah-Clinches-Gold-in-200m-Breaststroke-at-Khelo-India-Games-2023.jpg
Khelo India Games 2023: অসমের পাহি বোরাহ একটি বড় দীঘিতে সাঁতার শেখা। ডুব দেওয়া এবং সমারসল্ট করার জন্য অস্থায়ী বাঁশের কাঠামো ব্যবহার করতে হয়েছিল। এভাবেই অসমের তেজপুরের ১৪ বছরের মেয়েটির প্রতিভা পৌঁছে গিয়েছিল খেলো ইন্ডিয়ার মঞ্চে। চেন্নাইয়ে আয়োজিত ষষ্ঠ খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপো জেতেন পাহি। ২০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে কোচ পার্থ প্রতিম মজুমদার সাইডলাইন থেকে বড় ভূমিকা পালন করেছেন। আগের সেরা পারফরম্যান্স থেকে তিন সেকেন্ড শেভ করে ২:৪১.৩২ সেকেন্ড সময় নেন। পাহি বোরাহ যখন তার বাবাকে খবরটি দিয়েছিল, তখন তিনি তাকে বলেছিলেন, ‘আমার মেয়ে জলে পদ্মের মতো ফুটছে।’ পাহির বাবা হেমন্ত, […]
আরও পড়ুন Khelo India: দীঘির জলে সাঁতার শিখে সোনা জিতলেন বাঙালি কোচের ছাত্রী
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম