Katsumi Yusa: নয়া কেরিয়ার শুরু করার পথে মোহনবাগানের প্রাক্তন বিদেশি ফুটবলার
Katsumi Yusa: নয়া কেরিয়ার শুরু করার পথে মোহনবাগানের প্রাক্তন বিদেশি ফুটবলার
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Katsumi-Yusa.jpg
ফুটবল মাঠে নতুন ইনিংস শুরু করতে চলেছেন মোহনবাগানের (Mohun Bagan ) প্রাক্তন বিদেশি ফুটবলার কাতসুমি ইউসা (Katsumi Yusa)। পেশাদার ফুটবল হিসেবে একটি অধ্যায় আগেই সমাপ্ত করেছেন। এবার শুরু করতে পারেন কোচিং কেরিয়ার। জানা গিয়েছে, জাপানের নামকরা একটি ক্লাবের হাত ধরে প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করবেন মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি। জল্পনা অনুযায়ী, ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি। ফুকুশিমা ইউনাইটেড ক্লাবের সহকারী প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করতে পারেন কাতসুমি ইউসা। ফুকুশিমা ইউনাইটেড জাপানের নামকরা ক্লাব। যদিও গতবার দারুণ কিছু করে দেখাতে পারেনি দল। কুড়ি দলের লীগে ইউনাইটেড মরসুম শেষ করেছিল পনেরো নম্বর পজিশনে। ৩৮ ম্যাচ খেলে ১২ টি ম্যাচে জিতেছিল […]
আরও পড়ুন Katsumi Yusa: নয়া কেরিয়ার শুরু করার পথে মোহনবাগানের প্রাক্তন বিদেশি ফুটবলার
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম