Juan Ferrando: হুয়ান জামানার অবসান মোহনবাগানে, কে আসবেন দায়িত্বে?
Juan Ferrando: হুয়ান জামানার অবসান মোহনবাগানে, কে আসবেন দায়িত্বে?
https://kolkata24x7.in/wp-content/uploads/2022/11/Juan-Ferrando.jpg
এবার সবুজ-মেরুন থেকে বিদায় নিলেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো (Juan Ferrando)। তা নিয়ে কিছুটা হলেও হতাশ সমর্থকদের একাংশ। গত ফুটবল মরশুমে তার নেতৃত্বেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান। সেবার মরশুমের শুরুটা খুব একটা আরামদায়ক না থাকলেও পরবর্তীতে চেনা ছন্দে ফিরে আসে সবুজ-মেরুন। ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে জোসেফ গাম্বাইয়ের ওডিশা। সেবার একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে পিছনে ফেলে শেষ চার নিশ্চিত করে ফেলে মোহনবাগান। তারপর হায়দরাবাদ এফসিকে ট্রাই বেকারে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলে হুগো বুমোসরা। ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে হয় সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে হয়েছিল মেরিনার্সদের। হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত […]
আরও পড়ুন Juan Ferrando: হুয়ান জামানার অবসান মোহনবাগানে, কে আসবেন দায়িত্বে?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম