Job Scam: ইডির মুঠোয় কাকুর 'গলা', কালীঘাটে কী ঘটছে?
Job Scam: ইডির মুঠোয় কাকুর 'গলা', কালীঘাটে কী ঘটছে?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/sujay-krishna-bhadra.jpg
মধ্যরাতে ‘কালীঘাটের কাকু’র ‘গলা’ এসেছে ইডির মুঠোয়। সেই কণ্ঠস্বর পরীক্ষা করেই নিয়োগ দুর্নীতির (Job Scam) তদন্তে মস্ত বড় চাঁইয়ের নাগাল পেতে মরিয়া ইডি। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু বিশেষ ঘনিষ্ঠ তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে এসএসকেএম হাসপাতাল থেকে সুজয়কৃষ্ণকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। সেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সূত্রের খবর, একাধিকবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে সুজয় ভদ্রের। সেই সময় উপস্থিত ছিলেন চোখ-কান-গলা বিশেষজ্ঞরাও। ইকো প্রুফ রুম তৈরি করে জোকা ইএসআইতে ভয়েস স্য়াম্পেল সংগ্রহ করা হয়। এবার সেই নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ইডি আগেই জানিয়েছে,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ […]
আরও পড়ুন Job Scam: ইডির মুঠোয় কাকুর 'গলা', কালীঘাটে কী ঘটছে?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম