বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

FC Goa: নয়া সেন্টার ব্যাকের খোঁজে গোয়া, নজরে বেশ কিছু ফুটবলার

FC Goa: নয়া সেন্টার ব্যাকের খোঁজে গোয়া, নজরে বেশ কিছু ফুটবলার
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/FC-Goa-1.jpg
শেষ ফুটবল সিজেনটা খুব একটা ভালো যায়নি এফসি গোয়া (FC Goa) ফুটবল দলের। প্রথমদিকে দাপুটে পারফরম্যান্স থাকলেও পরবর্তীতে বেশ কয়েক ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে অনেকটাই পিছিয়ে পড়তে হয় দলকে‌। যার দরুন প্রথম ছয়ে আর শেষ করা সম্ভব হয়নি তাদের পক্ষে। তাই পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই মরশুম শেষ হয়েছিল পেনার ছেলেদের। তবে নতুন ফুটবল মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল গোয়া। সেইমতো অধিক সক্রিয়তা দেখানো হয় ম্যানেজমেন্টের তরফ থেকে। সব দিক মাথায় রেখেই তারা দলে টেনে নেয় হায়দরাবাদ এফসির আইএসএল জয়ী কোচ মানালো মার্কেজকে। পরবর্তীতে তার হাত ধরেই নতুন করে সেজে ওঠে গোয়া দল। তরুণ গোলরক্ষক ধীরজ সিং থেকে শুরু করে […]


আরও পড়ুন FC Goa: নয়া সেন্টার ব্যাকের খোঁজে গোয়া, নজরে বেশ কিছু ফুটবলার

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম