East Bengal: কবে শহরে আসতে পারেন লাল-হলুদের নতুন বিদেশী?
East Bengal: কবে শহরে আসতে পারেন লাল-হলুদের নতুন বিদেশী?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Iago-Falque-Silva.jpg
পূর্বের সমস্ত হতাশা ভুলে নিজেদের হারানো ছন্দ ফেরানোই অন্যতম লক্ষ্য ছিল লাল-হলুদের (East Bengal)। সেক্ষেত্রে বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাতের উপরেই ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে স্প্যানিশ বছর উপরেই ভরসা রেখেছিল ইস্টবেঙ্গল । তার কথামতোই দলে আনা হয় সাউল ক্রেসপো থেকে শুরু করে বোরহা হেরেরা, জাভিয়ের সিভেরিও টোরোর মত ফুটবলারদের। বলতে গেলে এই ফুটবলারদের নিয়েই ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছেছিল কলকাতা ময়দানের এই প্রধান। শেষ পর্যন্ত ট্রফি ঘরে না এলেও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে খুশি থেকেছে সকলেই।এই পারফরম্যান্স নিয়ে আইএসএল শুরু করার ভাবনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। প্রথম ম্যাচে জামশেদপুর এফসি বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছিল […]
আরও পড়ুন East Bengal: কবে শহরে আসতে পারেন লাল-হলুদের নতুন বিদেশী?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম