Digha Accident: দিঘার কাছে বাস-লরির মুখোমুখি ধাক্কায় বহু জখম
Digha Accident: দিঘার কাছে বাস-লরির মুখোমুখি ধাক্কায় বহু জখম
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Digha-accident.jpg
দিঘা (Digha) নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে ঘন কুয়াশার জেরে যাত্রীবাহী বাস ও মাছ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম একাধিক। দুর্ঘটনা পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ এসে দুটো গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দ্রুত গতিতে থাকার কারণে দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সকাল ৬.৩০ মিনিট নাগাদ দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা খড়িপুকুরিয়া হাসপাতালের সামনে যাত্রীবাহী বাস ও মাছ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাসটি নন্দকুমারের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে মাছ বোঝাই লরিটি কাঁথির দিকে আসছিল। দুর্ঘটনার ফলে বাসের আট জন যাত্রী সহ মাছ বোঝায় লরি চালক ও […]
আরও পড়ুন Digha Accident: দিঘার কাছে বাস-লরির মুখোমুখি ধাক্কায় বহু জখম
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম