Debchandrima Singha Roy: বছরের শুরুতেই প্রেমে পড়লেন দেবচন্দ্রিমা!
Debchandrima Singha Roy: বছরের শুরুতেই প্রেমে পড়লেন দেবচন্দ্রিমা!
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Debchandrima-Singha-Roy.jpg
Debchandrima Singha Roy: বছর ঘুরেছে, সবেমাত্র এক সপ্তাহ হল। এরই মধ্যে নতুন করে প্রেমে পড়েছেন দেবচন্দ্রিমা। ইন্ডাস্ট্রিতে সূত্রে খবর, ছেলে নাকি টলিপাড়ারই নামি নায়ক। নাহ, ঋজুয়ান নয়। অন্য একজন। এমনকি এও শোনা যাচ্ছে বারণ ছিল প্রেমে পড়া। তবুও হঠাৎ করে প্রেমে পড়ে গিয়েছেন নায়িকা। অনেকটা ওই বিধাতার লিখনের মতন। ইতিমধ্যেই ছেলের নামও নিজে মুখে বলেছেন চন্দ্রিমা। আসলে, একটি রোম্যান্টিক সিরিজে কাজ করতে চলেছেন নায়িকা। নাম প্রেমে পড়া বারণ। প্রসঙ্গত, অরিজিৎ চক্রবর্তীর পরিচালনায় এই সিরিজের গল্প বলবে রণ এবং মিতুল। নায়ক রণ হবেন ভীষণ দুরন্ত প্রকৃতির। আর অন্যদিকে মিতুল খুবই শান্ত। নিজের কাজ প্রসঙ্গে এদিন এক সাক্ষাৎকারে দেবচন্দ্রিমা জানালেন, “আমার চরিত্রটা […]
আরও পড়ুন Debchandrima Singha Roy: বছরের শুরুতেই প্রেমে পড়লেন দেবচন্দ্রিমা!
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম