শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

CPIM: ব্রিগেডে 'জনসুনামি'র ইঙ্গিত মীনাক্ষীর, বিপুল পুলিশ মোতায়েন

CPIM: ব্রিগেডে 'জনসুনামি'র ইঙ্গিত মীনাক্ষীর, বিপুল পুলিশ মোতায়েন
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Minakshi-salim-brigade.jpg
রবিবার ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ। আর সেই রবিবারের ব্রিগেড লাল ঝান্ডায় ভরে যাবে। এমনই টার্গেট নিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। মনে করা হচ্ছে শহর, শহরতলি থেকে শুরু করে বিভিন্ন জেলার ভিড় উপচে পড়বে ব্রিগেডের ময়দানে আগামীকাল। ব্রিগেডে বাম যুব সমাবেশের জন্য প্রস্তুত হচ্ছে পুলিশ-প্রশাসনও। লালবাজার সূত্রে জানা গিয়েছে খবর, ১ লাখ জন সমাবেশের কথা জানানো হয়েছে পুলিশের কাছে। তবুও কীরকম ভিড় হতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। জানা যাচ্ছে, ডিওয়াইএফআই-এর সমাবেশের জন্য দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার দু’জন পুলিশ অফিসার। গোটা ব্রিগেড চত্বর জুড়ে মোতায়েন রাখা হবে প্রায় ৫০০ জন পুলিশকর্মী। রবিবার হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে বাম কর্মী-সমর্থকদের ব্রিগেডমুখী মিছিল […]


আরও পড়ুন CPIM: ব্রিগেডে 'জনসুনামি'র ইঙ্গিত মীনাক্ষীর, বিপুল পুলিশ মোতায়েন

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম