CPIM: 'পিসি-ভাইপো দিচ্ছে শিস' বাম শিবিরের ব্রিগেডে গানে তৃণমূল-বিজেপি 'সেটিং' প্যারোডি
CPIM: 'পিসি-ভাইপো দিচ্ছে শিস' বাম শিবিরের ব্রিগেডে গানে তৃণমূল-বিজেপি 'সেটিং' প্যারোডি
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/CPIM.jpg
‘চাষী খাচ্ছে সেঁকো বিষ, পিসি ভাইপো দিচ্ছে শিস’ এমনই প্যারোডি গান সামাজিক মাধ্যমে ভাইরাল। গানটির স্বত্বাধিকারী ‘The left Creative’ গোষ্ঠী। এরা মূলত সামাজিক মাধ্যমে বাম প্রচার গ্রুপ। তাদের তৈরি গানে একসাথে শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির ‘সেটিং’ উঠে এসেছে। গানের শেষে স্পষ্ট করে বলা হয়েছে ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশে চলুন। সিপিআ়ইএম সূত্রে খবর, সাহিত্যিক সমরেশ বসুর কাহিনী অবলম্বনে প্রজাপতি সিনেমার ‘ডিম-পাউরুটি’ নামে একটি গান আছে। সেই গানের অনুকরণেই ব্রিগেড সমাবেশের থিম সং তৈরি করা হয়েছে। বিশ্লেষণে উঠে আসছে, বাংলা সাহিত্যের অন্যতম চর্চিত সমরেশ বসু যিনি ‘কালকূট’ নামে সমধিক প্রসিদ্ধ। তিনি একসময় অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। পরে তিনি […]
আরও পড়ুন CPIM: 'পিসি-ভাইপো দিচ্ছে শিস' বাম শিবিরের ব্রিগেডে গানে তৃণমূল-বিজেপি 'সেটিং' প্যারোডি
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম