শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

ফিরে এল বিনিময় প্রথা, বাঘের বদলে মিলছে সিংহ

ফিরে এল বিনিময় প্রথা, বাঘের বদলে মিলছে সিংহ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/royal-bengal-tiger.jpg
শিলিগুড়ি: আদিম যুগের বিনিময় প্রথা ফিরে এল ফের৷ বাঘের বদলে মিলছে সিংহ৷ ভিনরাজ্যের চিড়িয়াখানায় যাচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের একজোড়া রয়েল বেঙ্গল টাইগার৷ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ত্রিপুরার সিপাইজলা চিড়িয়াখানাতে পাঠানো হচ্ছে একটি পুরুষ এবং একটি স্ত্রী বেঙ্গল টাইগারকে৷ সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, একজোড়া রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও একজোড়া স্ত্রী এবং পুরুষ লেপার্ড, বেশ কিছু ময়ূর, বিদেশি প্রাণী সেখানে পাঠানো৷ তার বদলে সিপাইজলা চিড়িয়াখানা থেকে আনা হবে দুটি সিংহ৷ সঙ্গে আসবে একজোড়া স্পেকট্যাকলড লাঙ্গুর৷ কোন পথে কীভাবে পশুগুলিকে আনা হবে সেই পরিকল্পনা চলছে৷ জানা গিয়েছে, ৯ বছর আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একজোড়া স্ত্রী ও পুরুষ বাঘ আনা হয়েছিল৷ […]


আরও পড়ুন ফিরে এল বিনিময় প্রথা, বাঘের বদলে মিলছে সিংহ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম