ট্রেন থেকে হকার সরাতে যাত্রীদের গুরু দায়িত্ব রেলের
ট্রেন থেকে হকার সরাতে যাত্রীদের গুরু দায়িত্ব রেলের
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/hawker.jpg
কলকাতা: লোকাল ট্রেনে উঠলে শোনা যায়, বাদাম-ডালমুট মাত্র ৫টাকা, ক্লিপ-গাডার যা নেবেন মাত্র ১০, গরমে গলা ঠান্ডা করতে জুস পান করুন মাত্র ১০ টাকাতে…….৷ এই সব শোনা থেকে বিরত করতে চাইছে রেল কর্তৃপক্ষ৷ স্টেশন ও ট্রেন থেকে হকার সরাতে অভিযানে নেমেছে রেল৷ সেই সঙ্গে এই বিষয়ে যাত্রীদের উপর গুরু দায়িত্ব দিল রেল৷ রেলের মুখ্য জনসংযোগ বিভাগ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হকারদের থেকে খাবার এবং অন্য সামগ্রী কেনা থেকে বিরত থাকতে হবে যাত্রীদের৷ এভাবে হকার বর্জনের ডাকে রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা৷ সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার নেত্রা স্টেশন থেকে বেশ কিছু বেআইনি স্টল ভেঙে দেয় আরপিএফ৷ উল্লেখ্য, সম্প্রতি অমৃত ভারত প্রকল্পে বেশ কিছু […]
আরও পড়ুন ট্রেন থেকে হকার সরাতে যাত্রীদের গুরু দায়িত্ব রেলের
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম