AFC Asian Cup: প্যালেস্তাইনের স্বপ্নের দৌড় থামাল কাতার
AFC Asian Cup: প্যালেস্তাইনের স্বপ্নের দৌড় থামাল কাতার
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Qatar-Advances-to-AFC-Asian-Cup-Quarter-Finals-with-2-1-Win-Over-Palestine.jpg
এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর ( Asian Cup 2023) আয়োজক কাতার সোমবার আল বাইত স্টেডিয়ামে প্যালেস্তাইনকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ওডে দাব্বাগ সফরকারীদের হয়ে গোলের খাতা খুললেও দুই অর্ধে অধিনায়ক হাসান আল-হায়দোস ও আকরাম আফিফের গোলে ম্যাচে লিড পেয়ে গিয়েছিল কাতার। টুর্নামেন্টের গত আসরের অন্যতম সেরা খেলোয়াড় আফিফ প্রথমার্ধের স্টপেজ টাইমে কর্নার কিক থেকে প্রথম গোলে সহায়তা করার পাশাপাশি দুটি গোলের ক্ষেত্রেই অবদান রেখেছিলেন। চীনের বিপক্ষে ম্যাচের মতোই হায়দোসের সঙ্গে জুটি বেঁধে সমতাসূচক গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে আফিফ ২০ গজ দূর থেকে ফ্রি-কিক নিয়ে তার দ্বিতীয় গোল করার চেষ্টা করেছিলেন। ডিফেন্সিভ অয়েল পেরিয়ে তার শট ক্রসবারের […]
আরও পড়ুন AFC Asian Cup: প্যালেস্তাইনের স্বপ্নের দৌড় থামাল কাতার

0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম