Aadhar: এবিএসে মোদী সরকার অনড়, ৮ কোটির বেশি শ্রমিক মজুরি থেকে বাদ
Aadhar: এবিএসে মোদী সরকার অনড়, ৮ কোটির বেশি শ্রমিক মজুরি থেকে বাদ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Ram_modi.jpg
জব কার্ড রয়েছে একশো দিনের কাজের। কিন্তু আধার (aadhar) ভিত্তিক মজুরি প্রদান ব্যবস্থায় আসতে পারেননি এমন ৮ কোটি ৯০ লক্ষ দিনমজুরের মজুরি পাওয়ার ক্ষেত্রে বড়সড় বাধা তৈরি হলো মোদী সরকারের সিদ্ধান্তে। প্রযুক্তিগত ব্যবস্থা আধার বেসড পেমেন্ট সিস্টেম (ABS) মাধ্যমেই রেগার মজুরি দেবে কেন্দ্র এমনই সিদ্ধান্ত। কেন্দ্র সরকারের এমন অবস্থানের ফলে কোটি কোটি শ্রমিক ১০০ দিনের কাজ প্রকল্পের মজুরি পাবেন না। গত বছর (২০২৩) থেকেই আধার বেসড পেমেন্ট সিস্টেম বা এবিপিএস বাধ্যতামূলক করতে নেমেছে কেন্দ্রের বিজেপি সরকার। এবিএস বিধি অনুযায়ী একশো দিনের কাজের জব কার্ডে থাকতে হবে আধার কার্ডের তথ্য। তার ভিত্তিতেই অ্যাকাউন্টে পৌঁছবে মজুরি। গত বছর পাঁচবার এবিপিএস বাধ্যতামূলক করার […]
আরও পড়ুন Aadhar: এবিএসে মোদী সরকার অনড়, ৮ কোটির বেশি শ্রমিক মজুরি থেকে বাদ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম