Transfer Window: দল বদলের ব্যাপারে আভাস দিয়ে রাখলেন ISL কোচ!
Transfer Window: দল বদলের ব্যাপারে আভাস দিয়ে রাখলেন ISL কোচ!
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/06/Head-coach-Owen-Coyle.jpg
Transfer Window: ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগে বৃহস্পতিবার মুম্বই সিটি এফসির কাছে ৩-০ গোলে পরাজিত চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC )। রেফারির কিছু সিদ্ধান্তে খুশিহতে পারেননি ওয়েন কোয়েল। তবুও ওয়েনের মতে খেলার প্রথম গোলটি ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল। মুম্বই সিটি এফসির মতো একটি দলকে চাপে ফেলার কাজটা সহজ ছিল না। দলের খেলোয়াড়দের এই মান নিয়ে চেন্নাইয়িন এফসির জন্য কাজটি কঠিন হয়ে উঠেছিল, এমনটাই মনে করেন স্কটিশ কৌশলবিদদ। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি এমসিএফসির পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তার দলের প্লে অফে ওঠার সম্ভাবনা এবং আরও অনেক বিষয় কিছু নিয়ে কথা বলেন। ওয়েন কোয়েল জানিয়েছেন যে হারলেও তার দল সুযোগ তৈরি করেছিল । […]
আরও পড়ুন Transfer Window: দল বদলের ব্যাপারে আভাস দিয়ে রাখলেন ISL কোচ!
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম