Purulia: আদিবাসীদের রেল রোকো প্রত্যাহার, চরম ভোগান্তির শেষ
Purulia: আদিবাসীদের রেল রোকো প্রত্যাহার, চরম ভোগান্তির শেষ
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Rail-Roko-Purulia.jpg
শনিবার সকাল থেকেই পুরুলিয়ায় (Purulia) শুরু হয়েছে রেল অবরোধ। কাঁটাডি স্টেশনে লাইনের উপর বসে বিক্ষোভ দেখতে শুরু করেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা।যারফলে থমকে যায় বন্দে ভারত সহ একাধিক দূরপাল্লার ট্রেন। বাতিল করা হয় একাধিক ট্রেন। বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে।তবে দুপুরের পর পুরুলিয়া কাঁটাডি রেল স্টেশন থেকে অবরোধ প্রত্যাহার করে আদিবাসী সেঙ্গেল অভিযান রেল সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া স্টেশনে দীর্ঘক্ষণ প্রায় ১০ ঘণ্টা দাঁড়িয়েছিল রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।হাতিয়া-টাটানদর এক্সপ্রেস অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।ভুবনেশ্বর যাওয়ার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, ধানবাদ-টাটানগর এক্সপ্রেসও আদ্রা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।হাওড়া-চক্রধরপুর ট্রেনরে রুটও বদল করা হয়েছে। চক্রধরপুর-গোমো এক্সপ্রেস, […]
আরও পড়ুন Purulia: আদিবাসীদের রেল রোকো প্রত্যাহার, চরম ভোগান্তির শেষ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম