Parliament Security: ললিত ঝার বাগুইহাটির বাড়িতে দিল্লি পুলিশের তল্লাশি
Parliament Security: ললিত ঝার বাগুইহাটির বাড়িতে দিল্লি পুলিশের তল্লাশি
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Lalit-Jha-Kolkata-house.jpg
সংসদ হানার তদন্তে কলকাতায় দিল্লি পুলিশ। ইকোপার্ক থানায় দিল্লি পুলিশ সেলের চারজন স্পেশাল অফিসার। ইতিমধ্যেই বাগুইহাটিতে পৌঁছে গেছেন তারা। ললিত ঝা শেষ থাকত বাগুইহাটিতেই। তার পরিবারের লোক সেখানেই থাকত। তদন্তকারী দল কলকাতা পুলিশের সঙ্গে নিয়ে সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। দিল্লির স্পেশাল পুলিশ সেল গতকাল ললিত ঝাঁর দুটি ডেরায় গিয়েছিল। সেখানে তারা তদন্ত তল্লাশি চালায়। আজ তারা পৌঁছে গিয়েছে বাগুইহাটিতে। গতকাল বড়বাজারে তদন্ত হয়েছে। দিল্লি পুলিশের চারজনের দল ললিত ঝা এর বাড়ার লোককে নিয়ে বাগুইহাটিতে ভাড়া থাকা ফ্ল্যাটে যাচ্ছেন তদন্তকারীরা। হামলার দিন সকালে ললিত ঝা তার বাবা মাকে বিহার যাওয়ার জন্য ট্রেনে তুলে দেন। তারপর ১১ তারিখ ললিত ঝাঁ দিল্লিতে পৌঁছান। […]
আরও পড়ুন Parliament Security: ললিত ঝার বাগুইহাটির বাড়িতে দিল্লি পুলিশের তল্লাশি
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম