বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

Mohun Bagan: কেরালা ম্যাচের আগে যথেষ্ট চনমনে বুমোস-কামিন্সরা

Mohun Bagan: কেরালা ম্যাচের আগে যথেষ্ট চনমনে বুমোস-কামিন্সরা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/High-Spirits-for-Mohun-Baga.jpg
গোয়া ম্যাচের হতাশা ভুলে এবার ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেড। প্রতিপক্ষ হিসেবে রয়েছে এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল দল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। বলতে গেলে এই মুহূর্তে আইএসএলের প্রথমে থাকার যে লড়াই তাতে এফসি গোয়ার মতো দলকে টক্কর দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে ভুকোমানোভিচের কেরালা দল। তাই নিজেদের জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট টেবিল আর নিজেদের ভীত শক্ত করার পরিকল্পনা থাকবে দক্ষিণের এই ফুটবল দলের। উল্টোদিকে, গত দুই ম্যাচের অনবরত পরাজয় ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই কলকাতা ময়দানের এই প্রধানের। তবে এক্ষেত্রে খুব একটা চাপে থাকতে দেখা যায়নি বাগান কোচ হুয়ান ফেরেন্দোকে। […]


আরও পড়ুন Mohun Bagan: কেরালা ম্যাচের আগে যথেষ্ট চনমনে বুমোস-কামিন্সরা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম