Kanyashree Cup: কন্যাশ্রী কাপে ফের জয় পেল লাল-হলুদ ব্রিগেড, জোড়া গোল সার্জিদার
Kanyashree Cup: কন্যাশ্রী কাপে ফের জয় পেল লাল-হলুদ ব্রিগেড, জোড়া গোল সার্জিদার
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/East-Bengal-Club-Clinches-K.jpg
আবার ও জয়। এবারের কন্যাশ্রী (Kanyashree Cup) কাপে গতবারের মতো এবার ও অনবদ্য পারফরম্যান্স ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দলের। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ জ্যোতিময় এফসির মুখোমুখি হয়েছিল এই প্রধান। পুরো সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল মশাল ব্রিগেড। দলের জার্সিতে জোড়া গোল করেন যথাক্রমে সারজিদা খাতুন ও সিঙ্গ মুর্মু্। উল্লেখ্য, এই ম্যাচে জোড়া গোল পান সার্জিদা। যা বাড়তি অক্সিজেন জোগাবে লাল-হলুদ শিবিরে। আজকের এই জয়ের ফলে বাকিদের পিছনে ফেলে সাফল্যের অনেকটাই কাছে পৌঁছে গেল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। আরও পড়ুন: আজ ম্যাচের আগে থেকেই যথেষ্ট চনমনে লেগেছে লাল-হলুদ শিবিরকে। স্বাভাবিকভাবেই তার প্রতিফলন দেখা দেয় ম্যাচের মধ্যে। ম্যাচের […]
আরও পড়ুন Kanyashree Cup: কন্যাশ্রী কাপে ফের জয় পেল লাল-হলুদ ব্রিগেড, জোড়া গোল সার্জিদার
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম