বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

Job Scam: অভিজিত গাঙ্গুলির বাড়িতে চাকরিপ্রার্খীদের কান্না 'আমাদের উদ্ধার করুন

Job Scam: অভিজিত গাঙ্গুলির বাড়িতে চাকরিপ্রার্খীদের কান্না 'আমাদের উদ্ধার করুন
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/abhijit_ganguly.jpg
এ রাজ্য এমনও নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল। তৃণমূল জমানায় মেধার ভিত্তিতে নিয়োগ না পেয়ে চাকরিপ্রার্থীরা ধর্না দিলেন খোদ বিচারপতি অভিজিত গাঙ্গুলির বাড়িতে। বিচারপতি গাঙ্গুলি চাকরির নিয়োগ দুর্নীতির মামলায় একটার পর একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে তীব্র চর্চিত। তাঁর কাছেই এবার SLST শিক্ষক পদের চাকরিপ্রার্থীরা গেলেন। বিচারপতির বাড়ির নিরাপত্তা রক্ষীরা নিয়ম মাফিক সবাইকে আটকে দেন। তবে বিচারপতি নিজে বাড়ির বাইরে এসে চাকরিপ্রার্থীদের সাথে কথা বলেন। তাঁকে দেখেই কান্নায় ভেঙে পড়েন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি ‘আমাদের উদ্ধার করুন’। চাকরিপ্রার্থীরা জানান, তাঁরা ২০১৬ সালের এসএলএসটি ক্যান্ডিডেট। শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেও মামলা চলায় নিয়োগপত্র এখনও পাননি। বিচারপতি তাদের লড়াই জারি রাখার পরামর্শ দেন।


আরও পড়ুন Job Scam: অভিজিত গাঙ্গুলির বাড়িতে চাকরিপ্রার্খীদের কান্না 'আমাদের উদ্ধার করুন

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম