Hyderabad FC: হোটেলের বিল মেটাতে পারছে না ISL ক্লাব!
Hyderabad FC: হোটেলের বিল মেটাতে পারছে না ISL ক্লাব!
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Hyderabad-FC.jpg
হায়দ্রাবাদ এফসি (Hyderabad FC) বর্তমানে অভ্যন্তরীণ অস্থিরতার মুখোমুখি, আপাত আর্থিক চ্যালেঞ্জে জর্জরিত ক্লাব। জামশেদপুরের হোটেল রামাদার জেনারেল ম্যানেজার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তিন দিন ধরে ২৩টি কক্ষের বিল পরিশোধ না করার জন্য রানা দাগ্গুবাতি সহ হায়দ্রাবাদ এফসি-র সহ-মালিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বলে খবর। হায়দ্রাবাদ ফুটবল দলের মালিক, ম্যানেজার এবং অভিনেতা রানা দাগ্গুবাতি সহ অন্যান্যদের বিরুদ্ধে বিস্তুপুর থানায় প্রতারণার মামলা দায়ের করেছে হোটেল রামাদার ম্যানেজমেন্ট। রানা দাগ্গুবাতি হায়দ্রাবাদ ফুটবল দলের মালিক হিসাবে দায়িত্ব পালন করেন এবং মামলাটি দলের ম্যানেজার এবং অতিরিক্ত ব্যক্তিদের পর্যন্ত বিস্তৃত। অভিযুক্তরা হলেন বিজয় মাধুরী, বরুণ ত্রিপুরানেনি, নিতিন মোহন, অ্যান্টনি থমাস, সুরেশ গোপাল কৃষ্ণ, রঙ্গনাথ রেড্ডি […]
আরও পড়ুন Hyderabad FC: হোটেলের বিল মেটাতে পারছে না ISL ক্লাব!
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম