Hooghly: ঘরে ঝুলছে মেয়ে, মেঝেতে থিকথিক রক্ত, কোন্নগগরে শিউরে যাওয়া দৃশ্য
Hooghly: ঘরে ঝুলছে মেয়ে, মেঝেতে থিকথিক রক্ত, কোন্নগগরে শিউরে যাওয়া দৃশ্য
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Konnagar.jpg
শুক্রবার ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল হুগলির কোন্নগরবাসী। বাড়ির ভিতর ঝুলছে মেয়ে। বিছানায় বাবা শুয়ে কাতরাচ্ছেন। মেয়ের এমন দৃশ্য দেখে নিজেকে শেষ করে দিতে যান মা। ব্লেড নিয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন মা কৃষ্ণা মুখোপাধ্যায়। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এমন ঘটনায় কোন্নগর ক্রাইপার রোডে সকাল থেকেই হইচই পড়ে গিয়েছে। জানা গিয়েছে নিহত তরুণীর নাম বিপাশা মুখোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার অরণি অ্যাপার্টমেন্টে সাত বছর আগে ফ্ল্যাট কেনেন মুখোপাধ্যায় পরিবার। তিন জনে থাকতেন সেখানে – বুদ্ধদেব মুখোপাধ্যায় ও কৃষ্ণা মুখোপাধ্যায় এবং তাদের একমাত্র মেয়ে ৩৫ বছরের বিপাশা। বুদ্ধদেববাবুর শরীর খারাপ থাকায় তিনি বিছানায় শয্যাশায়ী। স্থানীয়রা জানিয়েছেন […]
আরও পড়ুন Hooghly: ঘরে ঝুলছে মেয়ে, মেঝেতে থিকথিক রক্ত, কোন্নগগরে শিউরে যাওয়া দৃশ্য
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম