বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

Darjeeling: টুং স্টেশনে ঘাপটি মেরেছিল বুড়ো লেপার্ড, কাছে পেলেই খপাৎ!

Darjeeling: টুং স্টেশনে ঘাপটি মেরেছিল বুড়ো লেপার্ড, কাছে পেলেই খপাৎ!
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Darjeeling-tiger.jpg
দিব্যেন্দু দুবে: বাঘ বাঘ বাঘ…হই হই কান্ডে সকাল হতেই গরম দার্জিলিং! খবরটা পেলাম দার্জিলিং (Darjeeling) ঘুরতে এসেই। বড়দিনের ছুটিতে একেবারে গা গরম করা খবর kolkata 24×7 আর সামাজিক মাধ্যমে পড়ে ক্যামেরা নিয়ে যুদ্ধে নেমেছি। যদি মামার দেখা মেলে! এক পলকের একটু দেখা হলেই মেশিনগানের গুলির মতো ক্যামেরার সাটার চলতে থাকবে। ছবি-বিদ্ধ হবে প্রাণীটা। আমি আছি লাটপাঞ্চারে, মহানন্দা অভয়ারণ্য এলাকায়। এটা বাঘ, লেপার্ড (স্থানীয়ভাবে পাহাড়ি চিতা) আর ব্ল্যাক পান্থারের এলাকা। প্যান্থার কম, লেপার্ড বেশি। আপাতত সব নজর ওই নির্জন টুং স্টেশন। শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন লাইনের টুং স্টেশনের কাছেই ঘাপটি মেরে বসেছিল মামা। টুং স্টেশন কেমন যেন গা ছমছমে। আসলে এই পাহাড়ি স্টেশগুলোর […]


আরও পড়ুন Darjeeling: টুং স্টেশনে ঘাপটি মেরেছিল বুড়ো লেপার্ড, কাছে পেলেই খপাৎ!

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম