DA Protest: ৪ শতাংশ ডিএ 'মমতার আইওয়াশ' বলে সরকারি কর্মীদের বিক্ষোভ তুঙ্গে
DA Protest: ৪ শতাংশ ডিএ 'মমতার আইওয়াশ' বলে সরকারি কর্মীদের বিক্ষোভ তুঙ্গে
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/DA-Protest-1.jpg
রাজ্য সরকারি কর্মীদের অতিরিক্ত চার শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও কমছে না আন্দোলনের মেজাজ। মমতার ঘোষণা করা বাড়তি চার শতাংশ মহার্ঘ্য ভাতাকে স্রেফ আইওয়াশ বলে দেগে আন্দোলন আরও বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। হাই কোর্টের অনুমতি নিয়ে মাঝরাতেই নবান্নের উল্টোদিকে ধরনায় (DA Protest) বসে পড়েছেন ডিএ আন্দোলনকারীরা। দ্বিতীয় দিনেও উত্তাল নবান্ন চত্ত্বর। নবান্ন লিখে চলছে দড়ি টানাটানি। স্লোগান স্লোগানে মুখরিত ডিএ-র আন্দোলন। তাদের হকের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডিএ আন্দোলকারীরা। এক ডিএ আন্দোলকারীর কথায়, “আমাদের দাবি অবশ্যই মিটবে অবিলম্বে মিটবে এবং সে দাবি দাওয়া নিয়েই আমরা উঠবো।” ধর্নাস্থল নিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা চলছে […]
আরও পড়ুন DA Protest: ৪ শতাংশ ডিএ 'মমতার আইওয়াশ' বলে সরকারি কর্মীদের বিক্ষোভ তুঙ্গে
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম