বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

Anupam-Piya: পিয়ার থেকে অনুপমের সঙ্গিনী সংখ্যা বেশি?

Anupam-Piya: পিয়ার থেকে অনুপমের সঙ্গিনী সংখ্যা বেশি?
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Anupam-Piya.jpg
Anupam-Piya: নিজের স্ত্রী পিয়া হয়েছেন বন্ধুর। চুটিয়ে সংসার করছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। এদিকে আনমনে একাকী ‘ফিরে এসো’ গানের প্রচার চালাচ্ছেন পিয়ার একসময়ের অতিপ্রিয় মানুষ অনুপম রায় (Anupam-Piya)। পরম-পিয়ার বিয়ের পর থেকেই ফ্যানেদের কাটাছেঁড়ার চাপে এরই মধ্যে বহুবার অস্বস্তিতে পড়েছেন তিন তারকা। তবুও খেই হারাননি একেবারেই। এদিকে নতুন জল্পনা বলছে অন্য গল্প। পিয়ার থেকেও নাকি অনুপমের সঙ্গিনী সংখ্যা বেশি। অনুপমের সমব্যথী ফ্যানেরা এবার প্রশ্ন তুলছেন, ডিভোর্সের পর পিয়া তো সুখের ঘর বেঁধেছেন ইতিমধ্যেই। তাহলে অনুপমের পালা কবে। দ্বিতীয় বিয়েটা কবে সারবেন জনপ্রিয় গায়ক। আসলে দ্বিতীয় নয়। পিয়ার পর বিয়ে করলে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসবেন অনুপম। পিয়া তাঁর দ্বিতীয় স্ত্রী। পিয়ার আগে […]


আরও পড়ুন Anupam-Piya: পিয়ার থেকে অনুপমের সঙ্গিনী সংখ্যা বেশি?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম