Alipurduar: সীমান্তের বাজারে টাটকা ভুটানি কমলার ক্রেতা নেই
Alipurduar: সীমান্তের বাজারে টাটকা ভুটানি কমলার ক্রেতা নেই
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Bhutanese-oranges.jpg
শীতকাল মানেই কমলালেবু। শীত পড়তেই প্রতি বছরের মত এবছরও ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁও সহ ডুয়ার্সের বিভিন্ন বাজারে দেখা মিলছে ভুটানের কমলা লেবু। তবে এবছর ফলন কম হওয়ায় চড়া দামে বিকোচ্ছে ভুটানের কমলালেবু। স্বাদে অতুলনীয় এই কমলালেবু কিনতে ক্রেতাদের ভিড় বাজারে লক্ষ্য করা যায়। প্রতি বছর সীমান্ত শহর জয়গাঁওয়ের রাস্তার ধারে দেখা যায় সারি সারি কমলালেবুর দোকান। এবছরও বসেছে দোকান, তবে দেখা মিলছে না ক্রেতাদের। ব্যবসায়ীরা জানাচ্ছেন অন্যবছরের তুলনায় এবছরে কমলালেবুর ফলন কম হয়েছে। যার জন্য দামও অনেকটাই বেশি। গতবছরের তুলনায় দাম রয়েছে দ্বিগুন। ফলে ক্রেতার সংখ্যা অনেকটাই কমেছে। ফলে মনভার ক্রেতাদের। উল্লেখ্য, তিন দশকেরও বেশি সময় ধরে, ভুটানের কমলা বাগানগুলি […]
আরও পড়ুন Alipurduar: সীমান্তের বাজারে টাটকা ভুটানি কমলার ক্রেতা নেই
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম