মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

Aadhaar: আধার জালিয়াতি রুখতে স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

Aadhaar: আধার জালিয়াতি রুখতে স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/Aadhaar.jpg
815 মিলিয়ন মানুষের আধারের (Aadhaar) বিশদ বিবরণ এবং তা ডার্ক ওয়েবে বিক্রি করা ডেটা সম্পর্কে সাম্প্রতিক মিডিয়া রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে, ভারত সরকারের প্রাক্তন সচিব ইএএস শর্মা। এই বিষয়ে তিনি একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। ইএএস শর্মা বলেন, এই আধার বিভ্রান্তি সাধারণ মানুষের মধ্যে সমস্যার সৃষ্টি করছে। সেহেতু এই গোটা জালিয়াতির বিষয়ে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত সত্বর যেন করা হয়। মার্কিন সাইবার সিকিউরিটি ফার্ম রিসিকিউরিটি অনুসারে অক্টোবরে মিডিয়া রিপোর্ট দ্বারা জানা গিয়েছে, 815 মিলিয়ন ভারতীয়দের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করা হয়েছিল। বিবরণে আধার নম্বর, পাসপোর্টের বিবরণ, ফোন নম্বর এবং ঠিকানা অন্তর্ভুক্ত ছিল। মার্কিন সংস্থার মতে, হ্যাকার ইন্ডিয়ান […]


আরও পড়ুন Aadhaar: আধার জালিয়াতি রুখতে স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম