রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

World Cup Final: ভালো খেলার জন্য শুভমানকে ‘আবদার’ সচিন-কন্যা সারার

World Cup Final: ভালো খেলার জন্য শুভমানকে ‘আবদার’ সচিন-কন্যা সারার
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/Sara-Tendulkar.jpg
আর একটা লড়াই। সেখানে জিতলেই বিশ্বকাপ ট্রফি ভারতের। এই ম্যাচকে ক্রিকেট মহলে ভারতের বদলার ম্যাচ বলা হচ্ছে। আমেদাবাদে আজ মহারণ। যারা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে বসে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ দেখতে পাবেন না, তারা রবি-দুপুরে মাংস-ভাত খেয়ে হয়তো বসে পড়বেন টেলিভিশনের সামনে। অনেককে আবার মহারণের সাক্ষী হওয়ার জন্য মুঠোফোনের শরণাপন্ন হতে হবে। তেইশের বিশ্বকাপে ১০ দলের ক্রিকেটাররা একাধিক রেকর্ড ভেঙেছেন এবং গড়েছেন। আজ শেষ বার ২০২৩ এর ওডিআই বিশ্বকাপে রেকর্ড গড়তে চলেছে দুটো দল। ভারত ও অস্ট্রেলিয়া। ওডিআই বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়া মোট ১৩ বার মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ৮ বার জিতেছে অস্ট্রেলিয়া আর ৫ বার জিতেছে ভারত। এ বারের বিশ্বকাপ […]


আরও পড়ুন World Cup Final: ভালো খেলার জন্য শুভমানকে ‘আবদার’ সচিন-কন্যা সারার

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম