মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

Uttarkashi: ওই ওরা বাইরে এলো..উত্তরকাশী থেকে বিশ্ব দেখল শ্রমিকদের উদ্ধার দৃশ্য

Uttarkashi: ওই ওরা বাইরে এলো..উত্তরকাশী থেকে বিশ্ব দেখল শ্রমিকদের উদ্ধার দৃশ্য
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/Uttarkashi-2-3.jpg
ওহ আয়া, ওহ আগেয়া…(ওই ওরা বেরিয়ে এলো) এমনই কথাগুলো উদ্ধারকারী দলের মুখ থেকে গোটা দেশ-বিশ্ব শুনল। উত্তরকাশী (Uttarkashi) সিল্কিয়ারা টানেলের গভীর থেকে বিশেষ পাইপে একে তুলে অনা হয় শ্রমিকদের। 41 জন শ্রমিক (এদের তিনজন পশ্চিমবঙ্গবাসী) গত ১৬ দিন ধরে ধসের তলায় ছিলেন। ১৭ দিনের মাথায় তারা ফের ধসের উপরে। জীবনের ভয়াবহ স্মৃতি হয়ে থেকে গেল এই ষোলটি দিন। আর থেকে গেল বিরাট হাঁ করে থাকা সিল্কিয়ারা টানেল। যে টানেল না করতে প্রকৃতি ও ভূতত্ববিগরা বারবার সরকারের কাছে বার্তা দিয়েছিলেন। সেটি কাজ চলাকালীন ভেঙে পড়েছিল। ষোল দিন ধসের তলায় থাকা ৪১ জন শ্রমিকের উদ্ধারে পাথরে যন্ত্রে আর মানুষের সংঘর্ষ চনেছিল। সবশেষে […]


আরও পড়ুন Uttarkashi: ওই ওরা বাইরে এলো..উত্তরকাশী থেকে বিশ্ব দেখল শ্রমিকদের উদ্ধার দৃশ্য

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম