Owen Coyle: কঠিন হতে চলেছে আজকের ম্যাচ, মনে করছেন ওয়েন কোয়েল
Owen Coyle: কঠিন হতে চলেছে আজকের ম্যাচ, মনে করছেন ওয়েন কোয়েল
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/06/Head-coach-Owen-Coyle.jpg
এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি ওয়েন কোয়েলের (Owen Coyle) চেন্নাইন এফসির পক্ষে। প্রথমদিকে টানা দুইটি ম্যাচ হারার পর নিজেদের রন কৌশল বদলে ঘরের মাঠে মোহনবাগান সুপারজায়ান্টস দলের মুখোমুখি হয়েছিল অভিষেক বচ্চনের ফুটবল দল। তবে সেবার ও শেষ রক্ষা হয়নি। পরাজিত হতে হয়েছিল তাদের। কিন্তু পরবর্তীতে জয়ের দেখা মেলে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। বর্তমানে মোট ছয়টি ম্যাচ খেলে মাত্র ছয় পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের সাত নম্বরে রয়েছে চেন্নাইন। আজ তাদের খেলতে হবে দশ নম্বরে থাকা ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে। এই ম্যাচ জিততে পারলেই এক পয়েন্টের পার্থক্য রেখে নর্থইস্ট ইউনাইটেডকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে […]
আরও পড়ুন Owen Coyle: কঠিন হতে চলেছে আজকের ম্যাচ, মনে করছেন ওয়েন কোয়েল
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম