মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

Joynagar: জয়নগরে সংঘর্ষের পর 'বদলা' বার্তা দিলেন বিধায়ক

Joynagar: জয়নগরে সংঘর্ষের পর 'বদলা' বার্তা দিলেন বিধায়ক
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/Bivas-sardar.jpg
জয়নগরের (Joyanagar) দলুয়াখাকি গ্রামে ১৬টি বাড়িতে অগ্নিসংযোগ কাণ্ডে অবশেষে গ্রেফতার। অগ্নিকাণ্ডের সাতদিনের মাথায় গ্রেফতার। দলুয়াখাকিতে সভা, তৃণমূল বিধায়কের মুখে এবার ‘বদলা’র সাফাই। তৃণমূল বিধায়ক বিভাস সরদার বলছেন, ঘটনাটি সত্যি নয়। কারণ যেই ঘটনাটি ঘটিয়েছে তারই বাড়ি রান্নাঘর অবস্থা খারাপ। আনিসুর, কামাল উদ্দিন, মুজিবর এদের তো প্রকাশ্যে মানুষ দেখেছে শরিফ উদ্দিনকে খুন করতে তারা তাদের বাড়ির ঘর কাঠের চালা পুড়বে না তো কি অন্য লোকের পুড়বে। জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের এক সপ্তাহ পরেও রাজনৈতিক তরজা অব্যাহত। এখনও জয়নগর থানার দলুয়াখাকি গ্রামে কোনও বহিরাগতের প্রবেশাধিকার নেই। অশান্তির আগুনে জ্বলা সেই গ্রামের এক কিলোমিটার দূরে সভা করল তৃণমূল। সোমবারের ওই সভায় […]


আরও পড়ুন Joynagar: জয়নগরে সংঘর্ষের পর 'বদলা' বার্তা দিলেন বিধায়ক

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম