Intercity Express: মালদা-হাওড়া ইন্টারসিটিতে আগুন আতঙ্ক
Intercity Express: মালদা-হাওড়া ইন্টারসিটিতে আগুন আতঙ্ক
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/Malda-Intercity.jpg
বীরভূমে চলন্ত ট্রেনে আগুন-আতঙ্ক। এদিন সকালে হাওড়ার দিকে আসছিল মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। আমোদপুর স্টেশনে ঢোকার মুখে হাওড়াগামী মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের D-3 কামরা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি থামানো হয় ট্রেন। মিনিট পনেরো দাঁড়িয়েছিল সেখানে। দ্রুত মেরামতির পর ট্রেনটি ফের হাওড়ার উদ্দেশে রওনা দেয়। ব্রেক শু থেকে ধোঁয়া বেরোচ্ছিল বলে রেল কর্তৃপক্ষের দাবি। কী কারণে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন Intercity Express: মালদা-হাওড়া ইন্টারসিটিতে আগুন আতঙ্ক
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম