CV Anand Bose: মহাকাশে যেতে রাজ্যপালের আবদার, বি়ড়ম্বিত ইসরো চেয়ারম্যান
CV Anand Bose: মহাকাশে যেতে রাজ্যপালের আবদার, বি়ড়ম্বিত ইসরো চেয়ারম্যান
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/CV-Ananda-Bose.jpg
মহাকাশে যেতে চান রাজ্যপাল। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের কাছে করেছেন আবদার। বুধবার রাজভবনে গ্লোবাল এমার্জি পার্লামেন্টের সভা রয়েছে। তাতে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানান, ভারত এবার মহাকাশে মানুষ পাঠিয়ে ফেরত আনতে চায়, সেই নিয়ে পরিকল্পনা চলছে। সে সময়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)ইসরোর চেয়ারম্যানের কাছে আবদার করে বলেন, যদি কোনওদিন সুযোগ হয়, রাজ্যপাল মহাকাশে যেতে পারবেন, তাহলে তাকে যেন সুযোগ দেওয়া হয়। ইসরোর চেয়ারম্যান জানান, চাঁদের অরিজিন নিয়ে সন্ধান চলছে। চন্দ্রযান ৩-এর সফল অভিযান নিয়েও কথা বলেন তিনি। চেয়ারম্যান স্পষ্ট বলেন, আসলে চন্দ্রযান ২-এর থেকে শিক্ষা নিয়েছিলেন বিজ্ঞানীরা। কোথায় কোন […]
আরও পড়ুন CV Anand Bose: মহাকাশে যেতে রাজ্যপালের আবদার, বি়ড়ম্বিত ইসরো চেয়ারম্যান
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম