জয়নগরের তৃ়ণমূল নেতা খুনের পর আক্রান্ত সমর্থকদের ফেরাতে CPIM গেল হাইকোর্টে
জয়নগরের তৃ়ণমূল নেতা খুনের পর আক্রান্ত সমর্থকদের ফেরাতে CPIM গেল হাইকোর্টে
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/CPIM-1.jpg
জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় গোটা গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই ঘটনায় গ্রেফতার করা হল তিনজনকে। অভিযুক্তদের নাম নজরুল মণ্ডল, আকবর ঢালি, আমানুল্লাহ জমাদার। এলাকায় তিনজনই তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। দক্ষিণ ২৪ পরগনার এই ঘটনার জেরে আক্রান্ত হয় এলাকার বাম সমর্থক পরিবারগুলি। ঘরছাড়াদের ফেরাতে গিয়ে বারবার পুলিশের বাধা পেয়ে এবার CPIM মামলা করল হাইকোর্টে। প্রসঙ্গত, গত সোমবার বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্কর খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর। এই ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, খুনের পিছনে সিপিএম কর্মীদের হাত রয়েছে। সেই সন্দেহর বশে গোটা গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। […]
আরও পড়ুন জয়নগরের তৃ়ণমূল নেতা খুনের পর আক্রান্ত সমর্থকদের ফেরাতে CPIM গেল হাইকোর্টে
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম