ওয়াক ওভার পেয়ে গেল ইস্টবেঙ্গল, মাঠ নামল না ভবানীপুর
ওয়াক ওভার পেয়ে গেল ইস্টবেঙ্গল, মাঠ নামল না ভবানীপুর
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/East-Bengal-Awarded-Walkove.jpg
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুরে প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার সিক্সের লড়াইয়ে ভবানীপুর ফুটবল দলের বিপক্ষে খেলার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। তবে ভবানীপুর যে এই ম্যাচে দল নামাবে না তার আভাস মিলেছিল অনেক আগেই। সেটাই হল এবার। ঘন্টাকয়েক আগে বিশেষ বিবৃতিতে তেমনটাই জানানো হল এবার। যারফলে, অনায়াসেই আজকের ম্যাচ থেকে ওয়াক ওভার পেয়ে গেল বিনো জর্জের দল। আসলে, আগামী ডিসেম্বর মাসের প্রথম দিক থেকেই শুরু হতে চলেছে তৃতীয় ডিভিশনের আইলিগ। কলকাতা লিগের ব্যর্থতা ভুলে এখন সেখানে ভালো পারফরম্যান্স করাই একমাত্র লক্ষ্য জবি জাস্টিনদের। সেজন্য দুই প্রধানের সঙ্গে ম্যাচ না খেলার কথা আগেই জানিয়েছিল ভবানীপুর দল। সেইমতো গত […]
আরও পড়ুন ওয়াক ওভার পেয়ে গেল ইস্টবেঙ্গল, মাঠ নামল না ভবানীপুর
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম