শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

Bee Tea: খেয়েছেন মৌমাছির চা? এক চুমুকেই স্বর্গ সুখ

Bee Tea: খেয়েছেন মৌমাছির চা? এক চুমুকেই স্বর্গ সুখ
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/bee-tea-1.jpg
এক কাপ চা দিয়ে দিন শুরু করলে শরীর ও মন যেন তরতাজা হয়ে ওঠে। তবে নজরে আসল এক বিরল দৃশ্য। চিনির পাত্রে কিলবিল করছে এক ঝাঁক মৌমাছি। দুধের কাপ, চায়ের কৌটো সহ গোটা দোকান জুড়ে রয়েছে মৌমাছিদের আনাগোনা। তবে এইসব মৌমাছিদের কখনোই তাড়িয়ে দেয় না দোকানদার জাকারিয়া নিশান। তিনি মৌমাছি চা বিক্রি করেন। তার এই অভিনব চা মিলবে ঢাকা শহরে। চা বানানোর সময় কখনই মৌমাছিদের প্রতি বিরক্ত হয় না দোকানের মালিক বরং মৌমাছিদের আলতো ভাবে সরিয়ে চা বানানোর কাজ করেন। মৌমাছিদের সঙ্গে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে অবাক হয় চা খেতে আসা মানুষেরা। চা খেয়ে জানান তাদের অনুভূতি। চা খেতে আসা […]


আরও পড়ুন Bee Tea: খেয়েছেন মৌমাছির চা? এক চুমুকেই স্বর্গ সুখ

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম