Bankura: রাজ্যে ভুয়ো চাষির ছড়াছড়ি, শস্য বিমার টাকায় বিপুল দুর্নীতির অভিযোগ
Bankura: রাজ্যে ভুয়ো চাষির ছড়াছড়ি, শস্য বিমার টাকায় বিপুল দুর্নীতির অভিযোগ
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/Farmer.jpg
রাজ্যের দুর্নীতির তালিকায় এবার শস্য বিমায় দুর্নীতির অভিযোগ। সরকার প্রিমিয়াম দিচ্ছে, তাহলে বিমার টাকা পাচ্ছে কারা? উঠে আসছে তৃণমূল আমলে বিপুল দুর্নীতির আরও একটি পর্ব। অভিযোগ, বাঁকুড়ায় (Bankura) বিমার টাকা ভুয়ো কৃষক তৈরি করা হয়েছে। এতে জড়িত শাসকদল। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃ়নমূল। মূল্যবৃদ্ধি, সারের কালোবাজারি, মহাজনের হুমকিতে জেরবার চাষিরা। তার সাথে আছে ব্যাংকের লোন, খামখেয়ালী আবহাওয়া। এসব ধাক্কা থেকে চাষীদের রক্ষা করতে শস্য বিমার ব্যবস্থা করে সরকার। সেই টাকা বেহাত হচ্ছে বলে অভিযোগ। বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে বৃষ্টি না হওয়ায় আমন ধানের চাষে ধাক্কা খেয়েছে। সরকারি নিয়ম মেনে চাষিরা বিমার জন্য আবেদন করেন। অভিযোগ, যার জমি আছে তার অ্যাকাউন্টে […]
আরও পড়ুন Bankura: রাজ্যে ভুয়ো চাষির ছড়াছড়ি, শস্য বিমার টাকায় বিপুল দুর্নীতির অভিযোগ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম