Arsene Wenger in India: ভারতে এলেন ওয়েঙ্গার, কী বলছেন এই তারকা কোচ
Arsene Wenger in India: ভারতে এলেন ওয়েঙ্গার, কী বলছেন এই তারকা কোচ
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/Arsene-Wenger.jpg
আগের ঘোষণা মতোই আজ ভারতবর্ষে পা রেখেছেন এককালের দাপুটে কোচ তথা বিশ্ব ফুটবল সংস্থার ডেভেলপমেন্ট কমিটির প্রধান (Arsene Wenger in India)। তাকে স্বাগত জানাতে আজ উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। দেশের রাজধানীতে উপস্থিত থেকে দেশের ফুটবল সংক্রান্ত বিবিধ বিষয় নিয়েও আলোচনা চলে উভয় দেশের কর্তাদের মধ্যে। যেখানে ভারতীয় ফুটবল নিয়ে ভূয়সী প্রশংসাও শোনা যায় তার মুখে। উল্লেখ্য, দেশের উদয়মান ফুটবলারদের সুবিধার্থে এআইএফএফ আর ফিফার সঙ্গে যৌথভাবে নয়া ফুটবল অ্যাকাডেমি উদ্বোধন করা হবে। আগামীকাল ভুবনেশ্বরে উদ্বোধন করবেন উইঙ্গার। এই প্রসঙ্গে কল্যাণ চৌবে বলেন, ওনার মতো মানুষকে কাছে পেয়ে আমরা খুবই গর্বিত। ফুটবল নিয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আমরা আশা […]
আরও পড়ুন Arsene Wenger in India: ভারতে এলেন ওয়েঙ্গার, কী বলছেন এই তারকা কোচ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম